জেলা সরকারি গণগ্রন্থাগার, লক্ষ্মীপুর এর অর্জনসমূহ:
অবকাঠামোগত উন্নয়ন:
সম্প্রতি জেলা সরকারি গণগ্রন্থাগারে একটি ডিজিটাল সাইনবোর্ড, শিশু কর্ণার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। এছাড়া শিশুদের মেধা বিকাশের জন্য টয় ব্রিকস, বিভিন্ন খেলনা সামগ্রী সংযোজন করা হয়েছে।
পাঠ্যসামগ্রী সংগ্রহ:
প্রতি বছর গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে পাঠ্যসমাগ্রী সরবরাহ করা হয়। জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত ৩৩,৮১৩ টি পাঠ্যপুস্তকের একটি বিশাল সংগ্রহ রয়েছে।
আইসিটি কার্যক্রমঃ
বর্তমানে জেলা সরকারি গণগ্রন্থাগারে ৩টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, ২টি প্রিন্টার রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য ৪টি সিসি ক্যামেরা রয়েছে। ২০১৭-১৮ সালে সরকারের A2I অত্র গণগন্থাগারের জন্য নিজস্ব ওয়েবসাইট- www.publiclibrary.lakshmipur.gov.bd তৈরি করা হয়েছে। তাছাড়া পাঠকদের অনলাইন তথ্য সেবা প্রদানের লক্ষে ইমেইল ঠিকানা dgpllakshmipur@gmail.com এবং ফেইসবুক পেইজ https://www.facebook.com/dgpllakshmipur খোলা হয়েছে।
বেসরকারি গ্রন্থাগার রেজিস্ট্রেশনঃ
অত্র গণগ্রন্থাগারের আওতায় ২৫ টি বেসরকারি গ্রন্থাগার রেজিস্ট্রেশন প্রদান করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS